১. বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল গ্রুপ এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।
- 2. প্রতিটি ক্লাসের রয়েছে বাংলা ভিডিও এবং প্রতিট ক্লাসের ভিডিও দেখুন এবং কোন কিছু বুজতে না পারলে আমাদের সাথে skype অথবা ফোনে কথা বলুন।
- ৩. কোন বিষয় সম্পর্ক জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে সরাসরি প্রশ্ন করার সুবিধা রয়েছে । ফেইসবুক গুপ অথবা ব্লগে Help Line
- ৪ যেহেতু আমরা অনলাইনে থাকি তাই যে কোন প্রশ্ন করুন. লাইফ টাইম সাপোর্ট
- ৫. আমাদের কোষ শেষে প্রতেকেই আমাদের সাথে টিমে কাজ করার সুযোগ। এক্ষেএে আমাদের টিমের নিয়ম অনুসরন করা হবে।
- ৬. Skype এবং টিম ভিউয়ারের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে অনলাইন সাপোর্ট
- ৭. প্রতিটি ছাত্র পাবেন কোর্স শেষে “অনলাইন ইস্কুল” পক্ষ থেকে একটি ডোমেইন হোস্টিং এবং ওয়েব সাইট তৈরি- আয়ের জন্য সরাসরি গাইড লাইন।