সুপারকম্পিউটিং যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার তৈরির সাফল্য পাচ্ছে চীন। সংবাদ সংস্থা সিএনএন-এর খবরে প্রকাশ, মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত এক সম্মেলনে চীনের প্রতিরক্ষা প্রযুক্তির জাতীয় বিশ্ববিদ্যালয় তিয়ানহে-২ সুপারকম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছিল, যা মিল্কিওয়ে-২ নামে বেশি পরিচিত। এটি হবে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার।
ইউনিভার্সিটি অফ টেনেসির অধ্যাপক জ্যাক ডনগাররা নিশ্চিত করেছেন, এই সুপারকম্পিউটার প্রতি সেকেন্ডে ৩০.৭ পেটাফ্লপস গণনা করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের দ্রুততম সুপারকম্পিউটার যেটি দেশটির ডিপার্টমেন্ট অফ এনার্জির মালিকানাধীন, সেটি প্রতি সেকেন্ডে ১৭.৬ পেটাফ্লপস গতিতে গণনা করতে পারে।
তিয়ানহে-২ আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করার পর সুপারকম্পিউটারের তালিকা নতুন করে করা হবে। ধারণা করা হচ্ছে, এই সুপারকম্পিউটারটিই আগামী সপ্তাহান্তে আন্তর্জাতিক সুপারকম্পিউটিং সম্মেলনে শীর্ষ ৫০০ সুপারকম্পিউটারের প্রকাশিতব্য তালিকায় প্রথম স্থানটি দখল করবে।