CPA এর ফুল মিনিং দাড়ায় Cost Per Action.
অনেকেই আছেন CPA মার্কেটিং করতে পচ্ছন্দ করে কারন হিসাবে বলতে পারি যে,
এখানে আপনার এফিলিয়েট এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না। এখানে বিভিন্ন ধরনের অফার থাকে, কোন ভিজিটর যদি অফার শুধুমাত্র রেজিষ্টেশন করে তাহলে আমি প্রতিটি রেজিষ্টেশনের এর জন্য পেমেন্ট করা হবে। ধরুন USA কোন ব্যাংক কম্পানী তাদের ব্যাংক লোন এর জন্য কাষ্টমার খুজছে, এখন আমার কাজ হল কাষ্টমারকে শুধুমাত্র রেজিস্টার করানো আমার এফিলিয়েট লিংক। এখানে কাষ্টমার রেজিস্টার কারার পর পোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আমি আমার কমিশন পাব। কিন্তু এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার পোডাক্ট বিক্রি না হবে ততওক্ষন আপনি কমিশন পাবেন না। এখানে আপনি টাকা তুলতে পারবেন Check, PayPal, Wire, Payoneer, ACH। আমার কাছে Payoneer পেমেন্ট সিষ্টেম ভাল লাগছে। –