আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব তা হল, ইউটিউব থেকে ভিডিও দেখে কমলার চাষ করে সফল।
আমরা শুনি ইউটিউবে অনেক সময় বিভিন্ন বিষযয়ে সফলতার গল্প দেখি। যে বিষয়গুলো অনেক বিষয় সত্য বা সঠিক নাও হতে পারে। আসলে ভিউ বাড়ানোর জন্য খুব সহজ করে উপস্থাপন করা হয়
কোন বিষয়ে আমরা সফলতা দেখে সে সম্পর্কে আসলে আমার অভিজ্ঞতা আছে কিনা, এই বিষয়ে আমি কাজটি করতে গেলে আমার যে ধরনের স্কিল বা মেধা দরকার এবং বাস্তবিক অর্থেই সেরকম রেজাল্ট পাওয়া যায় কিনা, এই জিনিসগুলো যাচাই না করেই অনেকেই কাজে নেমে পরেন।
আমি নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করি, ইউটিউবে আমি বেশ কিছু ভিডিও দেখি যেখানে কলকাতার বেশ কিছু ঠিকানা দেওয়া ছিল, যেখানে বিভিন্ন পণ্য খুবই সস্তায় পাওয়া যায় । আমি ইউটিউব থেকে তাদের ঠিকানা সংগ্রহ করি এবং ঠিকানা অনুযায়ী কলকাতার বিভিন্ন বাজারে যায় যাওয়ার পরে দেখতে পাই, আসলে ইউটিউবে যে প্রাইজ দেওয়া হয়েছে, বাস্তাবের প্রাইস আরও বেশী,আসলেই ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এই ভিডিও তৈরী করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে কথা বলেন যে, উমুক পদ্ধতিতে চাষ করে বছরে টাকা কোটি টাকা ইনকাম করেন ।
(সকলের কথা এক না) আসলে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে মিসলিডিং থাম্বনেল ব্যবহার করেন।
যার কোন অথেন্টিক সোর্স নাই। বিস্তারিত ভিডিওটি দেখুন।