ইউটিউব রেগুলার নতুন নতুন আপডেট নিয়ে আসে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য জানা জরুরি। চলুন শুরু করি আজকে নতুন কি কি আপডেট এসেছে।
প্রথমে যে আপডেট নিয়ে কথা বলব তা হল গুগুল এ্যাংকার আপডেট ফর ইউটিউব ভিডিও।
এতে কি হবে যে, আপনি যে লম্বা ভিডিও তৈরী করেন, আমি একটি উদাহারন দিচ্ছি বিষয়টি ক্লিয়ার করার জন্য, ধরুন আপনি একটি পোডাক্ট রিভিউ করছেন, এখন Prodcut Unboxing করছেন এবং কিভাবে তা Install করে ব্যবহার করতে হয় তা বলছেন, এরপর ট্রাবলশুটিং নিয়ে কথা বলছেন, এখন Video Description আপনার Prodcut Unboxing ১ মি:৩ ৫ সেকেন্ড, এরপর ২ মিনিট পর ইনস্ট্রলেশন, এরপর৩-৪ মিনিট ট্রাবলশুটিং হবে, রিপেয়ারিং, হাউ টু িইউজ হবে যেখাবে যা হবে তা আপনি Video Description মেনশন করে দিতে পারবেন। এখন ইউটিউবের রোবট অনেক আপডেট হয়েছে, যখন আপনি Install লিখে যার্চ দিবেন যেখান থেকে Install শুরু হয়েছে সেখান থেকে ভিডিও শুরু হবে প্রথম থেকে নয়।
বিশেষ করে এডুকেশন কনটেন্ট এর জন্য এটা ভাল আপডেট। আমি মনে করি এটা দারুন একটা আপডেট ।
এতে করে অনেক সময় সেইভ হবে।
২ য় যে আপডেট তা হল ইউটিউব কিছু চ্যানেলে মিডরোল এড চেক পরীক্ষা করছে, সেক্ষেত্রে আপনার চ্যানেলে মিডরোল এড চলতে পারে। গুগুল চেক করছে যে, মিডরোল অটোমিটেক বেশী কার্যকার নাকি ম্যানুয়েল এড বেশী কার্যকর সেটা চেক করবে। এটা পরীক্ষামুলক ভাবে ১% লোকের চ্যানেলে কাজ করছে।
তৃতীয় নতুন যে আপডেট আসছে তা হল আপলোড নিয়ে নতুন যে আপলোডের বেটা ভার্সন আছে তা খুব তাড়াতাড়ি একটিভ হয়ে যাবে। পুরানো আপলোড অফশন আপনি ব্যবহার করতে পারবেন না। Creator Inside আর একটু নিউজ আছে তা হল আপনি যদি ভুল কাটাগরি সিলেক্ট করেন তা গুগুল অটোমিটিক ঠিক করে দিবে। গুগুল আমাদের টাইটেল ডিস্কক্রিপশন ইত্যাদি পড়তে পারে এবং তার মাধ্যমে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। এতে আপনি যে ক্যাটাগরি ব্যবহার করে থাকেন না কেন।