নতুন যার অনলাইনে কাজ শিখতে চায় তাদের অনেকেই ডাটা এন্ট্রির কাজ বলতে মনে করে ms word & ms excel জানলেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে। আসলে বাস্তবতার সাথে কাজের মিল অনেক কম। আবার অনেকেই মনে করে কম্পিউটার ব্যবাহার করতে জানলেই কাজ করতে পারবে। একমাত্র ডাটা এন্ট্রির ক্যাপচা এন্ট্রির কাজই পাওয়া যায়। তবে এই কাজের এখন রেট অনেক কম। ২০০৫- সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্যাপচা এন্ট্রির প্রচুর ছিল এবং কাজের রেটও ভাল ছিল। বর্তমান কেউ যদি ক্যাপচার (টাইপ করতে বিভিন্ন অক্ষর) কাজ করতে চায় তার চেয়ে ইন্টারনেটে কাজ না করাই ভাল। এর কারন হিসাবে বলা যায় ক্যাপচা হল স্পামিং এর কাজে ব্যবহার করা হয় এরপরও আপনি যদি ক্যাপচার কাজ করেন তাহলে প্রতি ১০০০ ক্যাপচার জন্য পেমেন্ট হল ৬০-৮০ টাকা। এখন এই ১০০০ কাজ করতে আপনার সময় লাগবে ৩-৪ ঘন্টা। আপনি দিনে ২০০০ ক্যাপচার কাজ করেন তাহলে ৮ ঘন্টা শেষে আপনার ইনকাম হবে ১৫০ টাকা কিন্তু বর্তমান পেক্ষাপটে একজন রিকসা ওয়ালার ইনকাম ২০০ টাকার বেশী। সুতরাং ক্যাপচার কাজ না করাই ভাল। এরপর আপনার কাজ রেগুলার থাকার কোন নিশ্চয়তা নাই।
তাহলে ডাটা এন্ট্রির কাজ কি করা যাবে না?
হা করতে পারেন তবে টাইপ করে ডাটা এন্ট্রির কাজ খুবই কম।
কম্পিউটার ms word & ms excel জানি এখন কি কাজ করতে পারি?
আপনি Administrator Support কাজ করতে পারেন।
Administrator Support কি কি কাজ থাকে?
# Data Entry
# Web Reaserch
# Email Response Handling
# Va-ritual Assistant