আমি কিছুদিন ধরে ডিজিটাল মার্কেটিং এর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বিভিন্ন জব এনালাইসিস করছি। লকডাউন আসার পরে যেভাবে ডিজিটাল মার্কেটিং চাহিদা বৃদ্ধি পেয়েছে, অন্য কোন সেক্টরে সেভাবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বৃদ্ধি পায়নি কিন্তু আমাদের দেশের বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো আমরা পর্যবেক্ষণ করলেই দেখতে পাই, বেশীরভাগ ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ফেইসবুক এবং গুগল এড এর মধ্যেই সীমাবদ্ধ । এরপরেও ফেসবুকের নতুন নতুন আপডেট কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত না ।
তারা হয়তো বা 2020 পর্যন্ত যে আপডেট আছে সেই আপডেট নিয়ে কাজ করছে । যেমন – ফেসবুকের নতুন IOS 14.5 আপডেট নিয়ে কিন্তু অনেকেই কাজ করছে না অথবা এই সম্পর্কে কোন ধারণা নেই ।
অথবা আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে গেলে যে দক্ষতা গুলো দরকার সেগুলো আমাদের কোর্সের মধ্যে অন্তরভূক্ত নেই অথচ আমরা যদি ইন্টারন্যাশনাল মানের সমৃদ্ধ কোর্স আমাদের ডিজিটাল মার্কেটিং এ সহজলভ্য থাকতো তাহলে কিন্তু আমরা গ্লোবালি বিভিন্ন কম্পনীতে জব করতে পারতাম । মাসিক একটা ফিক্সট সেলারি অনলাইন থেকে পেতাম ।
আবার আপনি হয়তো কাজ শিখছেন, এই অবস্থায় আপনি কাজ করতে গিয়ে, যে প্রশ্নগুলো ফেস করতে হবে সেই প্রশ্নগুলোর উত্তর কোর্সে ডিজাইন করা নেই । আমি নিজেও এই ধরনের সমস্যায় অনেক পড়েছি।
আপনি যখন একটি বায়ারের কাজে বিড করতে যাবেন, তখন আপনাকে বায়ারের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন – আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন ধরনের কাজ করেছেন ? এই কাজটি এই প্রজেক্টটি পূর্বে কবে করেছেন?
কি কি কাজ করেছেন? সেটার একটা প্রজেক্ট ডিটেলস পাঠানো বা স্যাম্পল স্ক্রিনশট পাঠান ।
আপনি যখন নতুন শিখছেন, আপনার কিন্তু কোন ক্যাম্পেইনে করার প্যাকটিকেল কোন অভিজ্ঞতা নাই, তাহলে আপনি কিভাবে স্ক্রিনশট পাঠাবেন অথবা বায়ারকে স্যাম্পল দিবেন?
আপনি যদি ভাল কোন পোর্টফলিও সাবমিট করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু বায়ার কাজটি দিবেনা।
আবার দেখা গেছে নতুন হিসাবে আপনি একটি কাজ শিখছেন সে অবস্থায় আপনি যদি কোনো কাজ পান, সেই কাজটি করতে গিয়ে অনেক ধরনের সমস্যা দেখা দেয় অথবা কাজটি করতে গিয়ে বিভিন্ন সমস্যা ফেইস করেন, সেই সমস্যাটা আপনি কিন্তু সমাধান করতে পারছেন না ?
সেক্ষেত্রে আপনার একটি নেগেটিভ ফিডব্যাক পাওয়ার চান্স আছে তো এখান থেকে রক্ষা আপনি কিভাবে পাবেন ?
ডিজিটাল দুনিয়ায় এখন ইউটিউব খুললে আমরা প্রচুর রিসোর্স দেখতে পাই এবং প্রচুর ভিডিওটি দেখতে পাই । কিন্তু বেশিরভাগ কোর্স পুরনো মডেলের এবং নতুন কোন কোর্স এর আপডেট সেখানে পাওয়া যায় না, আর যারা কোর্স শিখাচ্ছে, তারা গ্লোবাল মার্কেটে প্যাকটিক্যাল সকলেই কাজ করছে না কিন্তু গ্লোবাল মার্কেটপ্লেসে যারা কাজ করে তারা হয়তো খুব কম লোকই আছে যারা লোকাল ভাবে ট্রেনিং প্রোভাইড করে। এর কারণ হলো যারা গ্লোবালি কাজ করে তারা আমাদের দেশের কম রেট এর কাজ তাদের পক্ষে করা পসিবল হয় না । যেখানে তারা গ্লোবালি কাজ করলে ঘন্টায় 10 ডলারের বেশি ইনকাম করতে পারে তাহলে তারা লোকালি কেন সময় দিবে।
গতকাল একটা ট্রেনিং সেন্টারের কোর্স এর আউটলাইন চোখে পড়ল ফেইসবুক এ। সেখানে ব্লগ কমেন্টিং বা সোশ্যাল বুকমার্কিং শিখাচ্ছে তো ডিজিটাল মার্কেটিং এর কোর্স এর সিলেবাসে। তারা এখন যা শিখাচ্ছে তারচেয়ে ভালো রিসোর্স অনলাইনে ফ্রিতে পাওয়া যায়। তাহলে পয়সা নষ্ট করে মানুষ কেন এই যে কোর্স শিখছে।
কিছুদিন আগে coursera আর কিছু কোর্স ফ্রিতে অফার করেছিল যে কোর্সগুলো বিশ্বের সব ভালো ভালো শিক্ষক কোর্স নিয়ে থাকে এবং কোর্স কোয়ালিটি খুবই ভালো ।
শুধুমাত্র ভালো কোর্স রিসোর্স, ভালো ট্রেনিং, ভালো মেন্টর এর সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে বর্তমানে লকডাউন এর সময় ডিজিটাল মার্কেটিং জানা হলো আপনার জন্য বেস্ট ডিসিশন।
আপনি কোন ডিজিটাল মার্কেটিং এ কোর্স গুলো শিখবেন?
কিভাবে বুজবেন ডিজিটাল মার্কেটিং কোর্সটি ভাল কিনা?
আপনাকে দেখতে হবে আপনার কোর্স এর বিস্তারিত গ্লোবাল মার্কেটিং স্ট্যান্ডার ঠিক আছে কিনা?
বর্তমানে গ্লোবাল মার্কেটে ডিজিটাল মার্কেটিং এর কি কি ধরনের কাজ চলছে,
ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে কোন কোন টুলস গুলো জানতে হয়?
কোন কোন স্কিল গুলো আপনার মাঝে থাকতে হবে ?
কোন কোন প্লাটফর্মে এড দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে?
ফিল্যান্সিং করতে গেলে বায়ারের কি ধরনের প্রশ্ন করে?
প্র্যাকটিকাল অভিজ্ঞতা কিভাবে পাবেন?
উপরোক্ত বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য
ডিজিটাল মার্কেটিং কোর্স পারফেক্ট কিনা।
আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ফ্রিতে অনলাইন ক্লাস করার আয়োজন করেছি। উক্ত ক্লাসে অংশগ্রহন করতে ফ্রিতে রেজিষ্ট্রেশন করুন। https://tinyurl.com/digitalmarketin