এই লেখাটা আমার একটা ভিডিও থেকে নোট করা। হয়ত আপনাদের জন্য কিছুটা অগোছাল থাকবে তবে যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে অনেক গুরুত্বপূর্ন নোট।
এন্ট্রেপ্রেনিউর কালচার
সিলিকন ভ্যালি তৈরী হয়েছিল এজন্য যে, একজন এন্ট্রেপ্রেনিউর আর একজনকে ফান্ডিং করত এবং গাইড করত , যে আমি এই ভুল করেছি তুমি এই ভুল কর না। তারা অপর এন্ট্রেপ্রেনিউর ভুল থেকে শিখত ও অনুপেরনা নিত।
আমি ইনভেষ্ট করায় নিচের নিয়ম ফলো করতাম
* ইনভেষ্ট করার ক্ষেত্রে ছোট ছোট ইনভেষ্ট বিভিন্ন কম্পানীকে করা এবং রেজাল্ট টেস্ট করা। ৫ লাখ করে ১০ টা কম্পানীতে ইনভেষ্ট করা এবং তাদের ভ্যালু অনেকগুন বৃদ্ধি পায়। ফিজিকাল সেটাপ যেখানে একজন আর একজনের সাথে Collaboration করে।
*I have observed that there is nothing more powerful in this world than collaboration,
** We will create like unseen and unheard platform.
মার্কেটিং টেকনিক
আমার প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে আমি যে পদ্ধতি ব্যবহার করেছি তা হল, আমি আমার এড এমনভাবে তৈরী করেছি যেন মানুষ আমার প্রোডাক্ট/সার্ভিস নিতে আগ্রহি হয় কিন্তু মার্কেটিং আমরা যে সকল কাজ করছি তা হল আমরা সকলকে নিচ্ছি না। আপনি আসবেন আর জয়েন করবেন এমন না, আপনাকে Apply করতে হবে। আমাদের সিট হবে লিমিটেড এবং ইন্ট্যারভিউ এর মাধ্যমে সিলেক্ট হবে।
*** ২য় যে কাজটি করতে হবে তা Foreigners visit রাখতে হবে এবং তাদের জন্য
ফ্রি সার্ভিস রাখতে হবে। (Tea, Cofee, Wifi)
***If a foreigner visiting somewhere, we think that is a premium place.
* Challenge is a positive word, the problem is a negative word.
বিজনেস মেন্টর
*** একজন মেন্টর অব্যশই লাগবে, যে কিনা বিজনেস গাইড করবে ও প্রয়োজনে ফান্ডিং করতে পারে।
*** ইনভেষ্টের জন্য শেয়ার কিভাবে নিব?
এটা আসলে অবস্থা এবং ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে। তবে এটার একটা নিয়ম আছে তা হল প্রতি রাউন্ডে ১০–১৫% এর বেশী শেয়ার দেওয়া যাবে না।
***Founders Controlling their Company
*** পয়সা যে কেউ ইনভেস্টে করতে পারে তারচেয়ে গুরুত্বপূর্ন হল ফাউন্ডারের টাইম।
PMF- Product Market Fit
যখন আপনি ফ্যামিলি ও ফেন্ড এর সাথে থাকবেন তখন আপনার লাইফ ন্যারো হয়ে যায় ও সিলিকন ভ্যালিতে গেরে আপনি ভাববেন যে, আমি কেন দুনিয়ার সেরা হতে পারছি না।
“That thing that is missing in each and every indian which is hope and belif”
*** আপনি টিম মেম্বার কিভাবে সিলেক্ট করবেন?
আপনার কাছে ২ ধরনের লোক আসবে।
১। খুবই চালাক, আই কিউ ভাল এবং কাজকে ২ মিনিটের মধ্যে সলভ করতে পারবে।
২। আর এক ধরনের মেম্বার আসবে যার ইনটেন্ট ঠিক, যাকে ট্রাষ্ট করা যায়, হয়ত কাজ সম্পর্কে জানে না কিন্তু খুব সহজেই কাজ শিখতে পারবে। সবসময় দ্বিতীয় জন পচ্ছন্দ করবেন।
** Culturally fit people where are trustworthy who can learn quickly and at the same time who are mission-driven.
If a person is associated with money, don’t bring him into the team because what will happen is if you’re giving him 100 tk, he will leave you if someone lese give him 200 tk.
*** কম্পানীর পিন্সিপাল থেকে কখনও সরে আসা যাবে না।
*** কম্পানীর ভ্যালুয়েশন এবং ইক্যুায়িটির কোন ভ্যালু থাকে না, যদি কম্পানী বড় না হয়।
Mission driven people in the world give them equity and tie them with you you’re on your mission.
একজন লিডারের কি কি কোয়ালিটি থাকা উচিত?
You display leadership by action, not words.
আমি যদি ১৮ ঘন্টা কাজ করি তাহলে Colleagues থেকে ১৬ ঘন্টা কাজ আশা করতে পারি।
*** Give freedom to the best people in the world
*** “Just go and fail now”
Zero bullshit politics in your organization
*** অফিস পরিবেশ এতও উন্নত করতে হবে যে, যেন মানুষ বা টিম মেট বাসা থেকে অফিসে কমফোর্ট বেশী ফিল করে।
** Focus on adding value to your customer’s life. Just go behind your customers and consumers.
*** কাষ্টমার প্রাইরটি সবার উপরে। কাষ্টমার যেন কোন অসুবিধা ফেইস না করে আর যদি কোন অসুবিধা হয় তাহলে সাথে সাথে সরি বলতে হবে।
*** কাস্টমার আপনাকে পয়সা দিচেছ আপনাকে নিশ্চিত করতে হবে Maximum Value (That is secret of business)
*** আপনার মার্কেটিং বাজেট কম কেন?
কারন আমার প্রোডাক্ট ভাল
“Great companies are built on great products”
*****আমার প্রোডাক্ট তিনটা ফান্ডামেন্টাল থাকবে
১। আমার প্রোডাক্ট দুনিয়ার সেরা প্রোডাক্ট।
২। আমার প্রোডাক্ট আমার নিয়ারেষ্ট কম্পিটেশন থেকে ৫০–৬০% সস্তায় পাওয়া যাবে
৩। যে কোন একটা প্রোডাক্ট থাকবে যা কিনা আনপার কোয়ালিটি সবার সেরা।
*Employee is not god words ( Colleagues, Partners)
* আমি ফাউন্ডার হলে শুরুতে যারা আমার সাথে কাজ করবে তারা হল ফাউন্ডিং পার্টনার। তাদেরকে Employee বলা যাবে না।
* The day you realize that you can’t do anything individually. As a team, as a family, you can achieve anything and break mountains.
***** ফান্ডিং এর জন্য Best Approach কি?
ফান্ডিং এর জন্য কোন ইনভেস্টরকে Approach না করে শুধুমাত্র ১ জনকে Approach কর তাহলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
“You just approach only one person and all your problem will solve” that is your consumer.
The best angel investor is your consumer.
*** একজন উদ্যোক্তার কাজ হল সমস্যার সমাধান করা, আপনি যত বড় সমস্যার সমাধান করতে পারবেন আপনার বিজনেস ততও বেশী হবে।
এক্ষেত্রে আপনি নিজে যে সমস্যায় পড়ছেন এবং একই ধরনের সমস্যায় কত জন পড়েছেন তা একটু লক্ষ্য করবেন। আপনি মানুষের সাথে কথা বলেন। বর্তমানে ইন্টারনেটের কল্যানে যে কোন মানুষের ফিডব্যাক নেওয়া যায় ৪৮ ঘন্টায়।
*** ***Executing everything (people don’t start)
***starting is magic
*** The best way to raise money is by building a good product. For the right consumer and going out in the market and if the consumers give your money, then you don’t need all this.
Secondly,
Ninety percent of good investments don’t raise capital. People go to them saying
“Can we please invest in your company” and the only secret source here is “build a great product add value and don’t build copycat product”
** আপনার প্রোডাক্ট যদি ফিট না হয় তাহলে ইনভেষ্টর আপনার প্রজেক্ট ইনভেষ্ট করবে না। আপনার প্রোডাক্ট থাকলে কাষ্টমারের কাযে যান এবং তার কাছ থেকে টাকা সংগ্রহ করুন।
*** প্রতিটি স্কুলে চতূর্থ ও পঞ্চম ক্লাস থেকে সেল শিখানো উচিত। আপনার বিক্রি করতে জানতে হবে, তা না হলে আপনি কিছুই করতে পারবেন না। একজন ভিক্ষুককে শিখতে হয় কিভাবে সেল করতে হয়। প্রতিটি মানুষকে সেল সম্পর্কে জানতে হয়। সেল পৃতিবীর সেরা কাজ। এর মাধ্যমে টাকা ইনকাম হয়, বিজনেস বড় হয়।
** সেল করার জন্য ট্রাস্ট বিল্ড করতে হয়। আপনার কাষ্টমার ও পার্টনার এর সাথে।
“If I talk nicely with you, you will like talking to me but if you develop trust in me, you would like to do business with me”
আপনি যদি কোন সমস্যায় পড়েন তাহলে ইনভেস্টর থেকে পরামর্শ নিতে পারেন।
Personal Finance Rule
- I never do anything that I don’t understand
- Compounding is magic
*** বিভিন্ন যায়গায় ইনভেষ্ট করুন। প্রতিবছর ১৫% ইমপ্রেুাভ করুন।
Don’t waste money, buy appreciating assets.
*** আপনি শুধুমাত্র একটি মাত্র পথেই ইনকাম করতে পারেন তাহ হল: SMART INVESTMENT
* আপনি গোল্ড কিনতে পারেন।
* আপনি শেয়ার কিনতে পারিন। বন্ড, বিমা
***মানি ইনফ্লায়েশন বুজতে হবে। যেমন– আরও ১০ বছর আগের ১ লাখ টাকা আর এখনকার ১ লাখ টাকার ভ্যালু কি এক।
***** আপনার প্রতিটি টাকার হিসাব রাখুন। ডায়রিতে মেইনটেইন করুন।
*** কিনার সময় খেয়াল করুন কোনটা দরকারি এবং কোনটা অপ্রয়োজনীয়।
***এর মধ্যে একটা গল্প বলি। চিনা একটা গাছ আছে, যা কিনা প্রথম ৪ বছরে যে বৃদ্ধি হয়, পরবির্তি ১ বছরে তার ৮০% বেশী বৃদ্ধি হয়। এর কারন হল গাছ নিচের দিকে তার ফাউন্ডেশন ঠিক করে এবং ৫ম বছর তার এ্যাকশন দেখা যায়। কম্পাউন্ট ইফেক্ট ঠিক তেমনভাবে কাজ করে।
আমি একটা গোল সেট করি ২৫ বছর বয়সের যে আমি ১০০ কোটি টাকার মালিক হব এবং মানি ব্যাগে রেখে দেই। ৩০ বছর বয়সে আমি তা সম্ভব করি।
People don’t know the value of time.
*** আপনি কার সাথে চলবেন এটা ঠিক গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অপ্রয়োজনীয় লোকদের পরিহার করা ভাল। আপনি যাদের সাথে চলবেন তাদের দ্বারা প্রভাবিত হওয়ার চান্স থাকে। তাই নির্দিষ্ট লোকদের বাইরে না চলাই ভাল।
*****Focus on your health.
*****Focus on your family.
*** আপনার SMART Goal সেট করুন। (The “SMART” acronym stands for “specific-নির্দিষ্ট,” “measurable-পরিমাপযোগ্য,” “attainable-অর্জনযোগ্য,” “relevant-প্রাসঙ্গিক,” and “time-bound-সময়–সীমাবদ্ধ.”)
আপনার গেইম প্লান কি?
আপনার এ্যাকশন প্লান কি?
আপনার আজকের প্লান কি?
পরবর্তি ৩ ঘন্টা কি কাজ করবেন? পরবর্তি বছরে কি কাজ করবেন?
You need to make that until you do that, you will not be successful. “I think this is the best quality If you can be trustworthy. You will”
*** Consistently focus on building relationships long-term relationships.