আমরা ডিজিটাল মার্কেটিং খুব ছোট ছোট সার্ভিস ফাইবার মার্কেটপ্লেস এ সেল করি।
এখানে সহজে যে ধরনের সার্ভিস সমূহ সেল হয়।
- ফেসবুক বুস্টিং হতে পারে,
- ট্রাকিং হতে পারে গুগল এনালাইটিক্স,
- শপিফাই এর প্রডাক্ট প্রমোশন
- ফেসবুক বিজনেস ম্যানেজারের কোন ইরর ঠিক করা,
- ফেইসবুক পিক্সেল এর কোন সমস্যা সমাধান করা বা
- পিক্সেল সেটআপ করা,
- গুগলের রি-মার্কেটিং
- এড ক্যাম্পেইন সাকসেসফুলি রান করা,
- কনভারসেশন ক্যাম্পেইন
- লিড ক্যাম্পেইন,
- এসইওর কিওয়ার্ড রিসার্চ
- কনটেন্ট রাইটিং
- গুগল অ্যাড
- ডিসপ্লে অ্যাড
- ভিডিও অ্যাড
- সোশ্যাল মিডিয়া ম্যানেজার
- ইনস্টাগ্রম মারকেটিং
এরকম বিভিন্ন ধরনের সার্ভিস সেল হয় ।
তো চলে আসি মুল টপিকস, আজকে ফাইবার থেকে একটা মেসেজ পাই। এরপর বায়ার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই এবং সরাসরি ফোনে যোগাযোগ করি ।
বায়ারের যে সমস্যাটা ছিল, সেটা হল ফেসবুক পিক্সেলের সমস্যা ।
আমি বললাম যে এটার সহজ সমাধান হলো ফেইসবুক সার্ভার ট্রাকিং ।
আরও জানতে চাই সার্ভার ট্রাকিং এর সাথে সাথে আপনার সাইটে কি আপনি গুগোল শপিং এড রেডি করেছেন ?
গুগুল শপিং এড কিভাবে কাজ করে এবং তার প্রয়োজনীয়তা কি?
শপিং এড করলে করলে কি কি সুবিধা আছে, এ বিষয়টা তাকে আমি প্র্যাকটিক্যাল দেখাই এবং আমার একটা একাউন্টের শপিং এড মাধ্যমে এর মাধ্যমে ফ্রিতে সেল হচ্ছে, সেটা তাকে প্র্যাকটিক্যালি দেখাই, এনিডেস্কের মাধ্যমে।
তখন সে গুগোল শপিংয়ের কাজটিও আমাকে দেয় । এরপর আমি তাকে বুঝাই, গুগল এনালাইটিক্স GA4 এর কাজ কি এবং এটা দিয়ে কি কি সুবিধা পাওয়া যাবে । এটা বোঝার পরে তাকে বলি যে আপনার ওয়েবসাইটে গুগল এনালাইটিক্স সঠিকভাবে সেটআপ করা নেই এবং আপনার গুগল এড এর রি মার্কেটিং আপনার ওয়েবসাইটে সেট করা নেই ।
এরপর তার ওয়েবসাইটের এডমিন আইডি এবং পাসওয়ার্ড নেই। ফেসবুক বিজনেস ম্যানেজার, পেইজ, গুগোল মার্চেন্ট একাউন্টের এক্সেস গুলো নেই । এরপর তার মেইলে একটা প্রপোজাল পাঠায় । যে আমি কি কি সার্ভিস সেল করব এবং এটার জন্য আমার কাজের কত দিন সময় লাগবে এবং টোটাল কত ডলার খরচ হবে। আমাকে ১৫০ ডলার পে করতে হবে। কাজের শুরুতে ৫০% এডভান্স এবং কাজ শেসে বাকি 50% পে করবে। এরপর তাকে আমি ফাইবার এর মাধ্যমে কাস্টম কাজের অর্ডার রিকোয়েস্ট দিয়ে দিই। শুধুমাত্র কাজ জানা থাকার সুবিধার জন্য ২০ ডলারের একটি থেকে ১৫০ ডলার বিল করি ।
এখন আসি যে এটা কিভাবে সম্ভব হলো, আমি যদি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক এড অথবা শপিফাই স্পেসিফিক একটা বিষয় জানতাম তাহলে কিন্তু আমি অন্য সার্ভিসগুলো সেল করতে পারতাম না।
এখানে ডিজিটাল মার্কেটিং এর রিলেভেন্ট স্কিল গুলো থাকার কারনে আমি খুব সহজেই 150 ডলার বিল করতে পেরেছি এবং এতে কিন্তু সেল এবং তার যে টোটাল মার্কেটিং তৈরি হয়েছে এতে উপকৃত
আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে 20 ডলারের একটি ক্লায়েন্টকে আমি 150 ডলারে কনভার্ট করেছি এবং তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছে, সবসময় যোগাযোগ হচ্ছে।
এখন ভাল সার্ভিস দিতে পারলে রেগুলার ক্লাইন্ট হিসাবে ধরে রাখতে পারব।