৫০০ ঘন্টার ফ্রিল্যান্সিং জার্নি কেন?
আসলে এটা একটা ফ্রিল্যান্সিং শুরুর টার্গেট মাএ। আপনি আপনার টার্গেট ঠিক করতে পারলেই আপনার লক্ষ্য পোছাতে পারবেন। আমরা জানি যে, ফ্রিল্যান্সিং একটা বিশার জগৎ । এখানে শেখার কোন শেষ নাই। তাই আপনার প্রফেশনাল কাজ শুরুর জন্য নিজেকে তৈরী করতে কত সময় লাগবে তার একটা গাইডলাইন থাকলে আপনি উপকৃত হবেন। এটা আপনার দক্ষতার উপর নির্ভর করে আপনি নিজেই তৈরী করতে পারেন।
আমার মতে (ইংলিশ বাদে), মাত্র ৫০০ ঘন্টা লাগবে কাজ শুরু করার আগে। যদি মন শান্ত থাকে এবং মনোযোগ একাগ্র থাকে। কিন্তু প্রফেশনাল কাজ শুরুর পরও শিখতে থাকতে হবে। আমি একটা হিসাব করলাম আপনি প্রতিদিন ২ ঘন্ট করে কাজ শিখেন তাহলে আপনার লাগবে ২৫০ দিন এখন আপনি আরও বেশী সময় শিখলে আপনার টাইম আরও কম সময় লাগবে।
এই ধরনের কাজে একমাত্র দক্ষতার উদাহরণ হল প্র্যাকটিস।
কোনকিছু মুখস্ত করার চেষ্টা করেছি তো মরেছি। সবকিছুতে অভ্যস্ত হতে হবে।
কেউ এইচটিএমএল শিখে ফেলেন মাত্র একদিনে, কেউ এক সপ্তায়, এভারেজ দুই সপ্তাহ। জাভাস্ক্রিপ্ট আর সিএসএস এর বেলায় একই কথা প্রযোজ্য। এসকিউএলও। শুধু পিএইচপির বেলায়- দুই সপ্তাহে দক্ষ হওয়া সম্ভব নয়, কিন্তু বিষয়টাতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করা সম্ভব।
পিএইচপি শিখতে কদ্দিন? এই নিয়ে গুগল ঝড় তুলে জানতে পারলাম, একটা সুতা কত লম্বা? কেউ কেউ ৫ বছর ধরে দারুণ প্রফেশনাল এবং বলছেন, এখনো আমি পিএইচপি শিখি।
আসলে কোন কিছুতে বেশি প্রেশার দেয়ার মানে নেই। মনকে স্যাটিসফায়িং লেভেলে নিয়ে গিয়ে পরের ধাপে যেতে হবে এবং সম্ভব হলে আগের ধাপগুলো প্রতিদিন প্রতিটা কোড একবার করে রিভাইস করতে হবে। অবশ্যই কেল্লা ফতে।
আর সুপার আর্নিং ফ্রিল্যান্সার হতে চাইলে এই ৫০০+ ঘন্টায় সবকিছুতে অভ্যস্ত হয়ে নিয়ে কাজ শুরু করার পর প্রতিদিন নিজের মান উন্নয়ন করতে থাকতে হবে। অন্তত ছয়মাস সিরিয়াসলি। তারপর আরো বছরখানেক নিজেকে সবসময় আতস কাঁচের নিচে রাখলে মাসে লাখ তিন চার আর ঠেকায় কে?
ফ্রিল্যান্সিং প্রথমদিকে আমাদের কি কি সমস্যা দেখা দেয়?
* সত্যিকারের কমুনিকেশনের ইংরেজিতে ধরা খায়। নেটিভ টাইপ ইংলিশ জানতে পারলেই সব ক্লায়েন্ট পটানো সহজ হয়।
* প্রফেশনাল এটিকেট এ ধরা খায়। প্রফেশনাল কথাবার্তায় কী বলা যাবে, কী যাবে না, কীভাবে লিখতে হবে, ইত্যাদি।
*প্রফেশনাল সততার কাছে ধরা খায়। প্রফেশনাল সততা তখনি আসবে, যখন একজন মানুষ সততার মূল্য বোঝে।
* একটা প্রফেশনে নামার সময় সেটাকে প্রফেশনালভাবে না শেখার কারণে ধরা খায়। এটা খুবই ইম্পর্টেন্ট। অর্জনের মধ্যে শর্টকাট নেই। অর্জন আর লটারি এ দুটা ভিন্ন জিনিস, আমরা ভুলে যাই।
*প্রফেশনাল ডেডিকেশনের কাছে ধরা খাওয়াটা আরো গুরুত্বপূর্ণ। কর্পোরেট ডেডিকেশন বা প্রফেশনাল ডেডিকেশন ২৪-৭-৩৬৫ এর মোটিভেশনে চলে। সাফল্যের স্বর্ণহরিণ তখনি ধরা দেয়।
আউটসোসিং শুরুর আগে যে বেসিক বিষয় জানা দরকার-
* প্রপার টাইপিং টিউটর দিয়ে টাইপ জানা
* প্রপার টাইপিং টিউটর দিয়ে টাইপ জানা
* রোসেটা স্টোন অথবা হেডওয়ে অ্যামেরিকান দিয়ে ইংলিশ জানা
* এইচটিএমএল ফোর, ফাইভ এবং এক্স এইচটিএমএল (সর্বক্ষেত্রে প্রযোজ্য হবার জন্য)
* সিএসএস এর লেটেস্ট দুইটা ভার্শন
* জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি (জাভা নয়)
* পিএইচপি
* মাই এসকিউএল, এসকিউএল
* এসইও ( অ্যাডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে না জানে, সে কখনোই ভাল ডেভেলপার কি হতে পারে? আমি একটা সাইট বানালাম, সেটার এসইও আরেকজনকে দিয়ে করাতে হল… সাইট বানানোই মাঠেমারা।)
* ইন্টারনেট মাকিটিং ( আপনি কাজ শুরু করার পর কিভাবে কাজ ধরবেন এটা আপনাকে জানা থাকতে হবে অথবা আপনার বিজনেস থাকলে কিভাবে promote করবেন তা জানতে হবে।
উপরের বিষয়গুলো আপনার কাজ শুরু করার জন্য প্রস্তুতি মাত্র।
আপনাকে ফ্রিল্যান্সিং প্রফেশনে থাকতে হলে সারজীবন শিখতে হবে।
সুবিধা দিবে এই জ্ঞানগুলো-
* ওয়েব ডেভেলপারদের জন্য প্রযোজ্য ফটোশপ, ইলাস্ট্রেটর, ফ্ল্যাশ এর নলেজ।
* ফটোগ্রাফারদের জন্য প্রযোজ্য ফটোশপ ও ইলাস্ট্রেটর এর নলেজ। খুবই সংক্ষিপ্ত কোর্সে লিন্ডা থেকে শেখা সম্ভব। মাসের পর মাস নয়।
টাইম ইজ মানি-
ভালমত আগের বিষয়গুলো জানা থাকলে এবার হেল্প করবে দুর্দান্তভাবে এই বিষয়গুলো-
*ড্রিমওয়েভার *জুমলা *ওয়ার্ডপ্রেস * কেক পিএইচপি * রেডি টেমপ্লেট
শিখব কোথায়?
ফ্রিল্যান্সার হতে চাইলে আমাকে কেউ পুরোপুরি গাইড করবে, এই আশা ত্যাগ করতে হবে। এখানে আপনি আজকে যা শিখবেন ২ মাস পর দেখবেন নতুন অনেক আপডেট হয়েছে। এখন আপনার মার্কেটে টিকে থাকতে হলে আপনাকেই আপডেট জানতে হবে।
শুধু নেটেই আছে সব। শুধু নিতে জানতে হবে।
১. গুগুল সার্চ করুন দেখবেন বিষয় ভিওিক বিভিন্ন লানিং পোষ্ট
২. Youtube.com এমন কোন বিষয় নাই এখানে পাবেন না। সববিষয়ে টিউটোরিয়াল পাবেন।
৩. সবচেয়ে বেস্ট হল লিন্ডার টিউোরিয়াল
লিন্ডাকে অতি গুরুত্ব দেয়ার তিনটা কারণ-
১. সুগঠিতভাবে শেখায়, এসেন্সিয়াল থেকে শুরু করে অ্যাডভান্সড, আপ অ্যান্ড রানিং, ওয়ান টু ওয়ান নানা ধরনের ভিডিও পাওয়া যায় যা দিয়ে যে কোন বিষয়ে খুবই দক্ষ হওয়া সময়ের ব্যাপার।
২. লিন্ডা সাধনা করলে আপসে আপ ইংরেজি ভাল হওয়া শুরু করবে। ভাল ইংরেজি আরো দক্ষ হবে।
৩. আমাদের অবচেতন মন নেটে সব পেলেও তুষ্ট হতে চায় না। তার দরকার শিক্ষক। এই অভাবটা লিন্ডা আপটুডেট রেখেই পূরণ করছে। অতি দক্ষদের দ্বারা শিখাচ্ছে।
নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন লিন্ডার টিউটোরিয়াল।
Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link * Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
ডিসক্লেইমার: গুগুল অথবা ইউটিউব থেকে কাজ শিখার বড় সমস্যা হচ্ছে এখানে নিদিষ্ট কোন সিলেবাস নাই। এটা একটা বড় সমস্যা। আর লিন্ডার টিউটোরিয়াল দেখে আপনি হয়ত একটা পর্ব বুজতে পারছেন না এখন এটার সমাধান পেলেই আপনার পরের টিউটোরিয়াল যেতে পারেন। ধরুন আপনি টিউটোরিয়াল দেখে php শিখছেন এখন আপনার সবকিছুই ঠিক আছে তারপরও error হচ্ছে, এই অবস্তায় পরের step যাওয়া কঠিন। আবার ধরুন আপনি সবকিছুই শিখেছেন এখন টোটাল প্রজেক্ট করতে পারছেন না। অর্থ্যাৎ আপনার কোডিং knowledge আছে কিন্তু আপনি একটু গাইড পেলেই expert হয়ে যাবেন। এরজন্য প্রথমদিকে আপনার কোন expert এর তও্ববধানে থাকেন তবে আপনার ফ্রিল্যান্সিং জার্নি হবে সহজতর। আবার অনেকে শিখার জন্য টিউটোরিয়াল pdf বুক থেকে শিখতে ভালবাসেন বা সরাসরি expert শিখতে ভালবাসেন তাদের জন্য লিন্ডার টিউটোরিয়াল একটু সমস্যা বইকি।
আপনাকে ফ্রিল্যান্সিং প্রফেশনে থাকতে হলে সারজীবন শিখতে হবে এবং নিজেকেই শিখতে হবে সেটা যে পদ্ধতিই হোক না কেন। নিচির লিংকটি পডতে ভুলবেন না।
অনলাইন আয়ের জার্নি এবার আনন্দের সাথে