রিয়েল এস্টেট ডেভলপার কম্পানী লক ডাউনের নিজেদের সেল বাড়াবে অনলাইনে ।
তো স্বাভাবিক জি এম এর বয়স হবে ৪৫-৫০ বছর। আমার এক কাছের ছোট ভাই অনুরোধ করে ক্লাইন্ট মিটিং এ আমাকে নিয়ে গেল।
ছোট ভাই আমাকে আগেই বলেছে ক্লাইন্টের ডিজিটাল মার্কেটিং ধারনা নাই।
এর আগেও ১বার মিটিংকরেছে কিন্তু আমার অফিসের কাছে হওয়াতে আমাকে অনুরোধ করে সাথে নিয়ে গেল। আমার অফিসের কাছে হওয়াতে আর আমি গেলে যদি ও কনফিডেন্স পায় এবং কাজটা পায় তাই আমিও গেলাম।
যেহেতু আমি প্রথম মিটিং ছিলাম না তাই ছোট ভাইকে অনুরোধ করালাম প্রেজেন্টশন দেওয়ার জন্য।
ও প্রায় ১ ঘন্টা ধরে পেজেন্টশন করল (লোকাল এস ই ও থেকে শুরু করে রেডিট প্রর্যন্ত আলোচনা করল)
জি এম সাহেবের লোকাল মার্কেটিং এর অনেক অভিজ্ঞতা থাকলেও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সঠিক ধারনা নাই।
এখন কিভাবে সেল বাড়াবে তার উপর ১ ঘন্টা শুনল তারপর বলল যে,
এখানে অনেক বিষয় আমি আজকে নতুন শুনছি, আমরা আপনাকে পড়ে জানাব।
তার মানে আমার অভিঞ্জতা থেকে বজুতে পারলাম কাজটা ছোট ভাই পাচ্ছে না।
এখন যে মেইন কারনটা আমার মনে হল, ক্লাইন্ট দক্ষ না।
আমাদের হিউম্যান সাইকোলজি হল আমরা যে বিষয় জানব না সে বিষয়ে কেউ টাকা খরচ করব না এটাই স্বাভাবিক।
জি এম সাহেব ডিজিটাল মার্কেটিং কাজ করে নাই এবং এখানে থেকে রেজাল্ট আসবে কিনা তার কোন পূর্ব ধারনা নাই।
তাই আমার মনে হয় কাজ নেওয়ার আগে ক্লাইন্ট সম্পর্কে অনেক বেশী ডাটা নিতে হবে প্রয়োজনে ক্লাইন্টকে কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে সেটা পরিস্কার ধারনা দিতে হবে তাহলেই ডিল সফল হওয়া সম্ভব। আর কত বাজেট খরচ করতে ইচ্ছুক এটা জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ন অধ্যায়।
ডিজিটাল মার্কেটিং কাজ করতে হলে ক্লাইন্ট এর ডিজিটাল মার্কেটিং যথেষ্ঠ ধারনা থাকতে হবে।
কিভাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নির্বাচন করবেন দেখে নিন।
আমি যত ক্লাইন্টের ক্যাম্পেইন করেছি সবাই আগে থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারনা রাখে।
সবচেয়ে কঠিন কাজ হল যাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নাই তাদের সাথে কাজ করা।
অনেকে শুধু বুষ্টিং করাকে যদি ডিজিটাল মার্কেটিং মনে করে থাকে। আসলে বুষ্টিং হল স্যোসাল মিডিয়া মার্কেটিং এর প্রথম পর্ব।