সকালে ইউটিউবে দেখলাম ফেইসবুক নাকি বাংলাদেশে ভিডিও এড থেকে ইনকাম দিচ্ছে। এর আগেও এই রকম নিউজ শুনেছিলাম কিন্তু বাংলাদেশ তখনও অনুমোদন ছিল না। আর যে সকল নিউজ দেখলাম তার কোথায় সঠিক তথ্য সোর্স দেখলাম না তাই বুজতে পারছিলাম না আসলেই কি বাংলাদেশ থেকে ভিডিও মনিটাইজ চালু হয়েছে কিনা। অনেক খোজার পর ফেইসবুক বিজনেস পেইজথেকে সঠিক তথ্য পেলাম। এখন থেকে আমারা এই সুবিধা পাব।
ফেইসবুক তাদের ভিডিও মনিটাইজেশন অনেক আগেই চালু করেছিল কিন্তু আমাদের দেশে তাদের অনুমোদন ছিল না। এখন বিশ্বের যে কযটি দেশে এই সুবিধা পেল।
তা হল :
Countries: Argentina, Australia, Bangladesh, Belgium, Bolivia, Chile, Colombia, Denmark, Dominican Republic, Ecuador, El Salvador, France, Germany, Guatemala, Honduras, Ireland, Jordan, Malaysia, Mexico, New Zealand, Norway, Peru, Portugal, Spain, Sweden, Thailand, the Netherlands, the Philippines, Saudi Arabia, United Arab Emirates, United Kingdom, United States
আর যে সকল ভাষায়
Languages: Arabic, Bengali, English, French, German, Malay, Portuguese, Spanish, Tagalog, Thai
আর তথ্য সুত্র লিংক:
https://www.facebook.com/help/publisher/267128784014981