আজকের রেডিট সম্পর্কে কিছু কথা লিখব। আমি রিডিট ইট এ মাঝে মাঝে ব্যবহার করি। রিডিট থেকে দেখলাম যে কোন কাজ কিন্তু খুব ইজিলি পাওয়া যায় । কিন্তু এর সঠিক ব্যবহার জানতে হবে।
রেডিট কারমা কি?
রেডিট কারমা হল ব্যবহারকারী স্কোর, এখানে কমেন্ট এবং পোস্ট এর উপর ভিত্তি করে আপ ভোট এবং ডাউন ভোট দেওয়া হয়্ । আপনার যদি ভালো কারমা থাকে তার মানে হল আপনার পোস্ট এবং কমেন্ট অনেক বেশি লাইক এবং ভিউ হয়েছে এবং অথরিটি আছে ।
আর আপনার যদি নেগেটিভ কারমা, ডাউন ভোট থাকে তাহলে বুঝতে হবে আপনার পোস্ট কমেন্ট ইউজার ব্যবহারকারী পছন্দ করছে না, কারমা সাধারণত দুই ধরনের হয়। যথা: পোস্ট কর্মা, কমেন্ট কর্মা, এ দুইটা মিলেই কারমা স্কোর তৈরি হয়।
আপনি যদি রিডিট ফলো করেন তাহলে দেখতে পাবেন যে রিডিটে বিভিন্ন sub-category আছে, এখানে কনটেন্ট রাইটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আর এখানে আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন টপ কান্টির লোকদের সাথে কানেক্ট হতে পারবেন। তাদের চিন্তা-ভাবনার সাথে আপনার দক্ষতা যাচাই করতে পারবেন।
আপনাকে যে কাজটি করতে করতে হবে তা হল- ক্যাটাগরি অনুযায়ী আপনাকে জয়েন করতে হবে এবং ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আস্তে আস্তে আপনার কারমা বৃদ্ধি পাবে।
কারমা বৃদ্ধি করার জন্য বেশকিছু ইজি ওয়ে আছে, তা হল বিভিন্ন জনপ্রিয় sub-category আছে, যেখানে আপনি ফ্রিতে কারমা পাবেন। এছাড়া যে সকল ক্যাটাগরিতে প্রচুর ইউজার আছে, সেই সকল সাইটে sub-category জয়েন এবং কমেন্ট করতে পারেন । কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন, আপনার কমেন্ট রিলেভেন্ট হয় আবার, আপনি নিজের প্রমোশন বা লিংক দেওয়ার চেষ্টা করবেন না। তা না হলে আপনার একাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স বেশি থাকে।
রিডিট থেকে আপনার ওয়েবসাইটের ও প্রচুর ট্রাফিক পাবেন। রিডিট সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ন বিষয় হল সবচেয়ে বেশি ব্যবহার করে ইউএসএ’র নাগরিক অর্থাৎ আপনি আপনার টার্গেট মার্কেট যদি ইউ এস এ হয় তাহলে এখান থেকে আপনি খুব সহজেই প্রচুর ট্রাফিক পাবেন । যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন তারা রিডিট থেকে সরাসরি বায়ার সংগ্রহ করতে পারবেন। বড় সুবিধা হল এখান থেকে খুবই ভাল রেটে কাজ পাবেন। আর মার্কেটপ্লেস এর মাধ্যমে কাজ নিলে যে ২০% কমিশন দিতে হয় সেটা আর দিতে হবে না।
আপনি যে বিষয়ে দক্ষ বা শিখছেন সে বিষয় রিলেভেন্ট অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এবং উত্তর দিবে। আপনি যদি ভাল উত্তর দিতে পারেন তাহলে আপনার সাথে অনেকের সম্পর্কে হবে এবং ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করে আপনি সরাসরি কাজ সংগ্রহ করতে পারবেন।