পিন্টারেস্ট থেকে অনেকেই ভাল ইনকাম করছে, কিন্তু আমাদের দেশে পিন্টারেস্ট সেভাবে ব্যবহার হয় না। অনেকেই পিন্টারেস্ট সম্পর্কে সঠিক ধারনা নাই। পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে বাংলায় খুব কম পোস্ট আছে, আর যেগুলো আছে দেখলাম তা ২০১৮ সালের না। আজকে একটা ট্রাফিক ম্যাথড দেখলাম। এই ম্যাথটি কাজে লাগাতে হবে। অনেক আগেই পিনটারেস্টে একাউন্ট আছে, সেটা আবার ডেভলপ করা শুরু করলাম।
পিন্টারেস্ট ট্রাফিক কিভাবে ব্যবহার করে ইনকাম করবেন তারপর একটা বই/ভিডিও করার প্লান আছে। আজকে পিনটারেষ্ট কিছু নিয়ম নিয়ে লিখব।
প্রতিটা স্যোসাল মিডিয়ায় কিছু লিমিটেশন থাকে। তেমনি পিনটারেষ্টে কিছু লিমিটেশন আছে।
আজকে আমরা জানব পাঁচটি পিনটারেষ্ট লিমিটেশন।
১. আপনি প্রতি ঘন্টায় তিনশত বেশী ফলো করতে পারবেন না। আপনার যদি ফলোয়ারদের ফলোব্যাক বেশী থাকে তবে এই নিয়ম আপনার জন্য প্রযোজ্য হবে না। এই নিয়ম টা করা হয়েছে স্পাম থেকানোর জন্য।
২. প্রতিটি পিনে আপনি ৫০০ ক্যারেক্টার এর বেশী লিখতে পারবেন না। যেখানে টুইটার ১৪০ ক্যারেক্টার লেখা যায় সেখানে এটা খুবই ভাল। একটা ছবির সাথে ৫০০ ক্যারেক্টার যথেষ্ট।
৩. একটা একাউন্টে দুইলক্ষ পিন করতে পারবেন।
৪. আপনি একটি একাউন্ট থেকে মাত্র ৫০০টি র্বোড করতে পারবেন।
৫. একটি একাউন্ট থেকে একলক্ষ পিন লাইক করতে পারবেন।
পিনটারেষ্ট ট্রাফিক ব্যবহার করে কিভাবে ইনকাম করবেন এই ভিডিওটি যদি ১০০ জনের উপর আগ্রহি তাহলে আমি ভিডিওটি তৈরী করব।
এটা হল এই সিরিজের প্রথম প্রর্ব। আর ২ য় পর্বটি ভিডিও আকারে করব।
যারা আমার ভিডিওটি নিতে আগ্রহি তারা
আমার নিচের দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করুন।
Submit Your Question ঘরে পিন্টারেস্ট ট্রাফিক ম্যাথড চাই লিখবেন