আজকের পোষ্টটি লেখা হয়েছে কিভাবে আপনি ফাইবার থেকে ইনকাম করবেন মুল ধারনা নেয় হয়েছে matthew ব্লগ এর লেখা থেকে। আপনাদের সুবধার জন্য কিছু বিষয় আমার মতো লিখেছি তা আপনি যদি ফাইবার সম্পর্কে না জানেন, তাহলে সংক্ষেপে বলি ফাইবার হল একটি মার্কেটপ্লেস যেখানে আপনি মাত্র ৫ ডলারে আপনার যে কোন সার্ভিস সেল করতে পারবেন। এখানে কোন জব পোষ্ট করাকে গিগ বলা হয়। এখানে বিভিন্ন ধরনের গিগ থাকে হতে পারে এটি লগো ডিজাইন, আরটিকেল রাইটিং, ভিডিও তৈরী, সোস্যাল সার্ভিস ইত্যাদি।
এখানে একটি কেস স্টাডি শেয়ার করব। এখানে Eze John কিভাবে ১৬৪৪ ডলার প্রথম ৩০ দিনে ইনকাম করেছে তা আলোচনা করব।
আপনি কি শিখবেন?
# কিভাবে ফাইবার থেকে ইনকাম করা যায় আজ থেকে
# নির্দিষ্ট ম্যাথড কিভাবে ১৬৪৪ ডলার প্রথম ৩০ দিনের মধ্যে।
# ফাইবার কি বিক্রি করবেন
#ফাইবার গোপন টিপস গিগস রেংকিং করার।
মুলত এখানে যে টেকনিক ব্যবহার করে ইনকাম করা হয়েছে । তা খুব সহজ একটা পদ্ধতি। ভিডিও (hiteboard videos, 3D animation videos, hand drawn videos etc.)মেকিং এর গিগ সেল করেই অর্ডার জেনারেট করা হয়েছে।
মুল লেখায় Video Maker FX ব্যবহার করে এই ভিডিও তৈরী করা হয়। আমি বলব Video Scriber দিয়ে সেইম সার্ভিস দিতে পারেন। Video Scriber কিভাবে ব্যবহার করেবেন তার অনেক বাংলা ভিডিও ইউটিউবে আছে তা দেখতে পারবেন।
কিভাবে ফাইবার থেকে ইনকাম করা যায়?
Step 1 – Practice:
আপনি যে বিষয়ে কাজ করুন না কেন আপনাকে Practice করতে হবে আপনার কোয়ালিটি ভাল হলে আপনার ওর্ডার আসবে। ধরুন আপনি ভিডিও সার্ভিস সেল করবেন এখন আপনার কোয়ালিটি ভাল হলে আপনার গিগ ওর্ডার আসবে। কোয়ালিটি ভাল করার জন্য আপনার প্রচুর Practice করতে হবে।
Step 2 – Create Fiverr Gig:
আপনার গিগ সুন্দর হলে আপনার ওর্ডার আসবে। আপনাদের সুবিধার জন্য একটা গিগ আমি দেখাচ্ছি।
I will Create a Professional Whiteboard Animation Video In 24hours for $5.”
Here are some other titles I have used that did well-
• I will create an AMAZING Whiteboard Animation Video For $5
• I will create a PROFESSIONAL Whiteboard Doodle Video For $5
• I will create an Eye CATCHY Animation Video For $5
Feel free to play around – you get the idea!
Step 3 – Creating Your Gig Image
আপনার রিলেভেন্ট গিগ খেয়াল করবেন এবং তাদের চেয়ে ভাল কোয়ালিটির ছবি আপনাকে ব্যবহার করতে হবে। পিকচার সংগ্রহের পর ইডিটিং জন্য PicFont.com ব্যবহার করেতপারেন।
Step 4 – Writing Your Gigs Description
আপনার Description খুব গুরুত্বর্পুন। আপনি টপ সেলাদের খেয়াল করবেন এবং প্রয়োজনে তাদের থেকে আইডিয়া নিয়ে রিরাইট Description ব্যবহার করবেন। আপনি যাই করুন না কেন ভুলেও Description কপি করবেন না তাহলে আপনার একাউন্ট ব্যান করবে।
Step 5 – Tags/Keywords
এটা খুব গুরুত্বপূর্ন একটা বিষয়। অনেকে এই বিষয়টি গুরুত্ব দেয় না। আপনার গিগ রেংক করার জন্য ট্যাগ/কিওয়ার্ড সঠিক ভাবে দিতে হবে।
আপনি উপরের ছবি দেখুন কিভাবে ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং অব্যশই ডেলিভারি ১ দিন সেট করে দিবেন।
Step 6 – Video-fying Your Gig
আপনার গিগ এর সাথে অব্যশই ভিডিও এড থাকবে। যেখানে আপনি আপনার সার্ভিস সুন্দর ভাবে বর্ননা করেছেন। এতে আপনার রেংকিং যেমন সাহায্য করবে পাশাপাশি সেলস বৃদ্ধি পাবে।
গোপন তথ্য: আপনার গিগ রেংকিং করার জন্য। এই ম্যাথড এখন সবাই জানে না। শুধুমাত্র অল্প কিছু লোকই জানে। আপনি ভাগ্যবান যে আপনি এই লেখা পড়ছেন এবং আপনার এই সম্পর্কে জানতে পারছেন।
Step 1 – Dummy Account :
আপনি নতুন ফাইবার একাউন্ট করে আপনার গিগ ওর্ডার করবেন এবং এভাবে ভাল কিছু রিভিউ সংগ্রহ করবেন। এতে করে প্রতি গিগ আপনার ১ ডলার করে লস হবে। ফাইবার ৫ ডলার গিগে আপনি ৪ ডলার পাবেন।
Step 2 – Fake Visitors
আপনার গিগ এর অর্ডারে কমপক্ষে ২৫০ টি ভিজিটর পাঠাবেন। যা কিনা আপনার গিগ impressions বাড়বে এবং বায়ারের কাছে অনেক বেশী গ্রহনযোগ্য হবে। আপনি যদি না জানেন কিভাবে ভিজিটর পাঠাবেন তাহলে ফাইবার থেকে গিগ অর্ডার করতে পারেন।
Step 3 – Accurate Tags
আপনাকে নিশ্চত করতে হবে সঠিক ট্যাগ এবং যে কিওয়ার্ড আপনি রেংক করবেন তা টাইটেল এবং description ব্যবহার করবেন। ধরুন আমার গিগ ভিডিও সার্ভিস। তাহলে আমার ট্যাগ হবে নিম্নরুপ।
1. Video animation
2. Whiteboard
3. Whiteboard animation
4. 3D animation
প্রচার করুন আপনার গিগ:
সত্যি কথা বলেতে কি উপরে যে ম্যাথড আলোচনা করা হয়েছে তা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনাকে আর কষ্ট করে মার্কেটিং করতে হবে না। প্রায় ১ মিলিয়ন বায়ার আছে ফাইবারে। সেক্ষেত্রে আপনার গিগ রেংক করলে আপনাকে কষ্ট করে আলাদাভাবে মার্কেটিং করতে হবে না। আপনার অটোমেটিক অর্ডার আসবে।
লেখার মধ্যে বাংলা এবং ইংলিশ শব্দের মিশ্রন করা হয়েছে। কিছু জায়গায় আমার জন্য বাংলার চেয়ে ইংলিশ শব্দই বেশি সহজ মনে হয়েছে। তবে আশাকরি পোষ্টটি ভাল লেগেছে। কোন কিছু না বুজতে পারলে কমেন্ট করবেন। ধন্যবাদ।