কেন লিড জেনারেশন গুরুত্বপূর্ন?
লিড জেনারেশন সেলস এবং মার্কেটিং উভয়ের জন্য গুরুত্বপূর্ন।
# নিউ সেলস জেনারেট করা
# জেনারেট সঠিক লিড

What Are MQLs And SQLs
MQL – Marketing qualified lead
SQL – Sales qualified lead
লিড জেনারেশন: (টার্গেট কাষ্টমার ধরা)
কোন পোডাক্ট বা সার্ভিস বিপণন এর জন্য টার্গেটেড কাস্টমার ধরা।
লিড জেনারেশন সাধারনত ডিজিটাল মিডিয়া এবং সোস্যাল মিডিয়ার কল্যানে এখন খুব ইফেকটিভ মার্কেটিং মাধ্যম। কোন পোডাক্ট বা সার্ভিস বিক্রির জন্য সম্ভ্যাব্য আগ্রহি কাষ্টমার টার্গেটেড কষ্টমার সংগ্রহ করাই হল লিড।
https://seoexpertbd.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a1-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%ac/
ইন্টারনেটের কল্যানে ক্রয় প্রক্রিয়াটি পরিবর্তিত হয়েছে এবং মার্কেটিং এর মাধ্যম পরিবর্তন হয়েছে।
অনেক বিজ্ঞাপনের ভিতর টার্গেটেড লিড পাওয়ার জন্য বেশ কিছু স্টেপ আছে। আর আজকে এই স্টেপ গুলি নিয়ে কথা বলব।
মার্কেটিং পদ্ধতির পরিবর্তন:
পুরানো মার্কেটিং পদ্ধতিতে যে ঘাটতি রয়েছে তা পূরন করে দিচ্ছে লিড জেনারেশন। আগে
টার্গেটেড কাস্টমার পাওয়া যেত না যার দরুন কাষ্টমার এবং সেলার উভয়ের সময় নষ্ট হত এবং সাথে
সাথে অপ্রয়োজনীয় খরচ হত। এসবের এখন পরিবর্তন হয়েছে।
গুগুল প্লাস মার্কেটিং করে টার্গেট ভিজিটর আনুন
আজ, ক্রেতারা অনলাইনে নিজস্ব গবেষণা করতে পারেন এবং সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক সংস্থান খুঁজে পেতে পারেন।
ওয়েবসাইট আছে কি?
আপনার ওয়েবসাইট না থাকলে অরাগানিক লিড কালেক্ট করা সম্ভব না। যাই হোক, আপনার ওয়েবসাইটে টারগেট অডিয়েন্স এর এনগেইজ কনটেন্ট দিতে হবে যেন আপনার টার্গেট প্রসপেক্ট ফিরে আসে।
CPA মার্কেটিং এর কিছু শব্দ পরিচিতি
কন্টাক্ট ইনফরমেশন:
যখন ওয়েবসাইট ডেভলপ করবেন, খেয়াল রাখতে হবে ভিজিটর যেন সহজেই কন্টাক্ট ফর্ম পূরুন করতে পারে।
আজকের ক্রেতাও কোনও বিক্রয় ব্যক্তির সাথে কথা বলার আগে কোনও পণ্য বা সার্ভিস সম্পর্কে প্রচুর পরিমাণে জানতে পারে। সুতরাং ব্যবসায়িদের অবশ্যই তাদের ডিজিটাল উপস্থিতি তৈরি করা উচিত তা নিশ্চিত করতে হবে।
পরিস্কার ভাবে বলা যায় যে, একটা বড় পরিবর্তন হয়েছে ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতিতে
প্রকৃতপক্ষে, ফররেস্টারের মতে, ক্রেতারা এমনকি বিক্রেতার কাছে পৌঁছানোর আগে তাদের ক্রয় যাত্রার মধ্য দিয়ে দ্বি-তৃতীয়াংশ থেকে 90% পর্যন্ত যে কোনও জায়গায় যেতে পারে। এটি আরও বেশি সংঘটিত হওয়ার কারণ হ’ল ক্রেতাদের কাছে তথ্যে এত বেশি অ্যাক্সেস রয়েছে যে তারা নিজেরাই বিশেষজ্ঞ না হওয়া পর্যন্ত তারা বিক্রয়ের সাথে কথা বলতে বিলম্ব করতে পারে।
একটা শক্তিশালি লিড জেনারেশন কৌশল আপনাকে সাহায্য করবে টার্গেটেড বায়ার পেতে সেল জেনারেট করার পূর্বে।
আপনি কখনো চাইবেন না আপনার সেলস টিম অযথা কল করে সময় নষ্ট করবে। আপনার লিড গুলো
টার্গেটেড হয় তাহলে আপনি ভাল রেজাল্ট পাবেন এবং দ্রুত রেভিনিউ জেনারেট হবে।
নেটওয়ার্কিং: এটা লিড কালেক্ট করার ভাল একটা মাধ্যম। বিভিন্ন ইভেন্ট অংশ গ্রহন করবেন এবং আপনার কার্ড দিবেন এবং নিবেন এত করে আপনার বিজনেস যেমন প্রমট হবে এবং পাশাপাশি আপনি লিড সংগ্রহ করতে পারবেন।েএখান থেকে যে লিড পাবেন সেটা কিন্তু একদম টার্গেটেড এবং
প্রফেশনাল। এজন্য ফেইসবুকে বিভি্ন্ন েইভেন্ট অংশগ্রহন করতে পারেন।
শুধুমাত্র বুস্টিং কি ডিজিটাল মার্কেটিং?
মেলা: আপনার যে কোন মেলায় অংশগ্রহন করবেন এবং ভিজিটিং কার্ড সংগ্রহ করবেন। এখানে আাপনি সহজেই লিড কালেক্ট করতে পারবেন।
পাবলিক স্পিকিং: মানুষ সাধারনত অভিঞ্জ লোকের সাথে কাজ করতে প্রচ্ছন্দ করে। একজন পাবলিক স্পিকার মানুষ অভিঞ্জ হিসাবে দেখে।
অফার এ ফ্রি রিপোর্ট:
লিড কালেক্ট করার জন্য এটা দারুন একটা পদ্ধতি এবং পরিক্ষিত একটা পদ্ধতি।
আপনাকে কাস্টমারের লিড কালেক্ট করার জন্য কোন কিছু গিফট করতে হবে।
# ই-বুক
# কুপন
# অসাধারন কনটেন্ট
লিড জেনারেট করার পূর্বে আপনার টার্গেট মার্কেট আইডেন্টিফাই করতে হবে। আপনার টার্গেট
ক্লাইন্ট কে?
লিড জেনারেট করার বিভিন্ন পদ্ধতি আছে। তবে প্রথম যে কাজটি করতে হবে তা হল ডাটাবেজ তৈরী করা।
SalesForce
InfusionSoft
Insightly
SugarCRM
লিড জেনারেট করার পদ্ধতি।
কন্টাক্ট আপনার পূর্বের ক্লাইন্ট
কান্টাক্ট রানিং ক্লাইন্ট
আপনার ক্লাইন্টকে রেফারেল
আপনি অনলাইন থেকে ইনকাম করতে ব্যার্থ তাহলে এই পোষ্ট আপনার জন্য