নতুন বছরের শুভেচ্ছা। কেমন আছেন সবাই। এই বছরে আমি আপনাদের সাহায্য করব ব্লগিং এর জন্য ।
আশাকরি নিচের বিষয়গুলো জানলে আপনাদের আর ব্লগিং সমস্যা হবে না।
৭ টি সহজ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ব্লগিং করুন ২০২০ সালে।
আপনি কি ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে চান? আপনি যদি ওয়েব ডেভলপার না হন
তাহলে ওয়ার্ডপ্রেস হল আপনার জন্য সবচেয়ে সহজ প্লাটফর্ম। আজকের পোষ্টটি তাদের
জন্য যাদের কোন টেকনিকেল নলেজ ছাড়াই ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে পারবে।
এখানে যে পদ্ধতি আলোচনা করব তা যে কোন বয়সের কম্পিউটার ব্যবহারকারী কাজ করতে
পারবে।
কি লাগবে ওয়ার্ডপ্রেস ব্লগিং করতে:
১। একটি ডোমেইন নাম:
২। একটি হোষ্টিং একাউন্ট
৩। ৩০ মিনিট মনযোগ দিয়ে কাজ করা।
অ্যাফিলিয়েট করার জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করলে কি কি জানা প্রয়োজন?
হা ঠিকই পড়ছেন আপনি ৩০ মিনিটে ব্লগ শুরু করে দিতে পারবেন।
যে সকল বিষয় আলোচনা করব এই টিউটিারিয়ালে
# কিভাবে ডোমেইন নাম রেজিষ্ট্রেশন করবেন?
# কিভাবে সঠিক ওয়েব হোস্টিং রেজিষ্ট্রেশন করবেন?
# কিভাবে ব্লগ এর জন্য ওয়ার্ডপ্রেস সেটাপ করবেন?
# কিভাবে আপনার প্রথম পোস্ট করবেন?
# কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন কাষ্টমাইজ করবেন?
# কিভাবে কন্টাক্ট ফর্ম করবেন?
# কিভাবে গুগুল এনালাইটিক তৈরী করবেন করবেন?
# কিভাবে আপনার সাইট এস ই ও করবেন?
# কিভাবে আপনার ব্লগ থেকে ইনকাম করবেন?
আপনি যদি আগ্রহি হন তাহলে ইমেলে আমাকে জানাতে পারেন যে, ব্লগিং বিষয়ে আপনাদের আগ্রহ আছে কিনা? আগ্রহি হলে ইমেল আপডেট জয়েন করুন।
আপনি অনলাইন থেকে ইনকাম করতে ব্যার্থ তাহলে এই পোষ্ট আপনার জন্য