Site icon Online Income Blog Bangladesh

আপনার বিজনেস/সার্ভিস এর আয়ুস্কাল কত দিন?

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে একটা বিজনেস/সার্ভিস এর চাহিদা শেষ হয়ে যায়।
এই আপনি যে কাজ (বিজনেস/সার্ভিস ) ই করে থাকুন না কেন তা কতদিন মার্কেটে ডিমান্ড থাকবে তা যদি আপনি
আগে থেকেই না জানেন তাহলে আপনার জন্য রয়েছে বিপদ। আমি এর কিছু উদাহারন দেই,
যেমন একসময় (২০১০ এর আগে) ফ্লাশ দিয়ে ওয়েবসাইট করা হত, তখন ফ্লাশ ডিমান্ড ছিল, কিন্তু
ফ্লাশ এস ই ও ফেন্ডলি না হওয়াতে এর ডিমান্ড হারাতে থাকে। ফ্লাশ এর কাজ অন্যানো প্লাটফর্মে করা যায় এখন
ফ্লাশ এর ওয়েবসাইট খুব কমই দেখা যায়। তখন আমার এক ভাই ফ্লাশ এ খুব দক্ষ ছিল কিন্তু ফ্লাশ ডিমান্ড কমে যাওয়াতে তার
কাজের সুযোগ কমে আসে। আবার ২০১১ বা ১২ সালের দিকে odesk.com বাংলাদেশের সবচেয়ে বেশী কাজ করত সেলস এন্ড মার্কেটিং। আর সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বেশী কাজ হত ব্যাকলিংক এর। তখন ডিরক্টির লিংক, সোস্যাল লিংক, ফোরাম লিংক প্রচুর কাজ ছিল। এবং প্রচুর কাজ হত। কিন্তু সার্চ ইঞ্জিন আপডেট হওয়ার পর এখন এই কাজ
মার্কেটে কোন ডিমান্ড নাই। যার জন্য ১৩-১৪ সালে এস ই ও তে যারা ব্যাকলিংক কাজ করত অনেকেই বেকার হয়ে পড়েন।
আবার অনেকেই Craigslist এড পোষ্টিং এর কাজ করত। বিশেষ করে এডাল্ট সেকশনে কাজ করে অনেকেই প্রচুর ইনকাম করেছেন। এখন এডাল্ট সেকশনে পোষ্টিং এর কাজ বন্ধ করে দিয়েছে Craigslist. তাই যারা Craigslist
থেকে যারা এড পোষ্টিং এর কাজ করত বা এডাল্ট লিড এর কাজ করত তাদের কাজও এখন প্রায় বন্ধ। ১৪-১৫সালের দিকে আমাদের দেশে জনপ্রিয় হতে শুরু করে আ্যামাজন এফিলিয়েট । অনেকেই ছোট ছোট নিস সাইট করে সফল হয় কিন্তু গুগুলের নতুন আপডেট এর কারনে এখন মাইক্রো সাইট নিয়ে সফল হওয়া কঠিন। আমি এ বিষয়ে আরটিকেল পোষ্ট করেছি সেটা দেখতে পারেন। ২০১৭-১৮এবং ১৯ সালে অনেকেই ফেইসবুক কেন্দ্রিক ই-কমার্স করে ইনকাম করছেন। শুনছি Amazon আসছে আমাদের দেশে সেক্ষেত্রে ছোট ছোট ই-কমার্স এবং ফ-কমার্স অব্যস্থা কি হবে তা এখন বলতে পারছি না।
তবে এই টুকু মনে হচেছ এর আয়ুস্কাল শেষ হয়ে যেতে পারে। তাই যে বিজনেস/সার্ভিস এর সাথে আছেন তার আয়ুস্কাল চিন্তা করে প্লান করুন।

Exit mobile version